প্রকাশিত: Sun, Dec 31, 2023 12:31 AM
আপডেট: Tue, Jul 1, 2025 10:05 PM

[১]রাঙ্গার পথসভায় ৭ হাজার লোকের ভূরিভোজ

মোস্তাফিজার বাবলু, রংপুর : [২] জাতীয় পার্টিও বহিষ্কৃত নেতা মশিউর রহমান রাঙা রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি) আসনের স্বতন্ত্র প্রার্থী। 

[৩] শুক্রবার উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ তাকিয়া শরীফ আলিম মাদ্রাসা মাঠে জুমা নামাজের পর তার নির্বাচনী পথসভায় আসা প্রায় ৭ হাজার লোকজনের ৪টা খাসি ও একটি গরু জবাই করে খাওয়ানো হয়। এর আগেও আচরণবিধি ভঙ্গের অভিযোগে রাঙ্গাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

[৪] সহকারী রিটার্নিং কর্মকর্তা নাহিদ তামান্নার সঙ্গে কথা হলে তিনি বলেন, আমরা বিষয়টি জেনেছি সব তথ্য সংগ্রহ করেছি, নির্বাচনী অনুসন্ধানী কমিটির কাছে দেওয়া হয়েছে। এর আগে তৃতীয় লিঙ্গকে নিয়ে মন্তব্য করায় আচরণবিধি লঙ্ঘনের কারণে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল।

[৫] এর আগেও মসিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গ করে রংপুর-৩ আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানীকে কটাক্ষ করে বক্তব্য প্রদানের অভিযোগ উঠে। সম্পাদনা : মুরাদ হাসান